-
নে
সালা
আর কি
নিবি বল?
শেষ সম্বল
বলতে কেবল
আছে বাপের ভিটা
ওটা নিতে দিবি পিটা?
যতই ভাবিস এবার
বুক দিয়েই আগলাব তা
রক্ত ঝরবে ঝরুক সবার।
তবু তোদের ভাঙ্গব কাল হাত,
খুনি লুটেরাদের করতে নিপাত,
ভাঙ্গবো তোদের খামচানো বাঁকা নখ,
ভাঙ্গব তোদের ষড়যন্ত্রের বিষ দাঁত।
তবু এবার ছাড়ব না এই বাপের ভিটা,
হাত দিয়ে দেখ না এবার সালার বেটা সালা,
জাগ্রত জনের সামনে তোদের মাথা আছে ক’টা?