-
ও
তোতা
পাখিরে
কষ্ট করে
আমায় তুমি
নাওনা উড়িয়ে,
সেই সবুজ চেনা
বাংলাদেশে, যেথায়
মুক্তিসেনা ভাইবোনেরা
প্রান দিল মা’কে ভালবেসে।
কত মায়ের কোল হল খালি,
চোখের কোনে জমল শুষ্ক বালি।
তবুও রাজাকার হ’লনা যে শেষ,
এখনও তাদের হায়ানার নিঃশ্বাস
ধ্বংস করতে চায় এই স্বাধীন দেশ।
ও পাখি তুমি জেগে থেকে জাগাও এ স্বদেশ
যেন কেড়ে নিতে পারেনা কেউ এই স্বাধীনতা,
যেথায় রক্তে ভেজা লাল - সবুজের আঁচল পাতা।
পাখি কইও তুমি আমার মা’কে, মুক্তি যুদ্ধের কথা
ভুলিনি আমরা, ভুলব না কভু বঙ্গ বন্ধুর কবিতা।
...................................................................“সৌধ কবিতা” বললেই যেন আমরা বুঝতে পারি আমরা দেশের অর্থাৎ দেশাত্ববোধের কবিতা নিয়ে কথা বলছি। পাতার লিংক http://www.bangla-kobita.com/palok/post20140709045954/ দিলাম। আগে সৌধটা ম্যানুয়ালী দিলে থাকত এখন থাকছে না। এখন থাকছে, কিন্তু প্রথম অক্ষরটা থাকছে না। তাই সৌধের শ্রী একটু হলেও নষ্ট হচ্ছে। ওটা ধরে নিও। সম্পাদনায় দেখাচ্ছে স্মৃতি সৌধ কিন্তু সংরক্ষনে তা এক পেশে হয়ে যাচ্ছে। এডমিনের সাহায্য কামনা করছি। এডমিন বিষয়টা নিয়ে ভাবছে বলে মনে হয়। ধন্যবাদ। সৌধ কবিতায় এটা আমার ৭ম প্রয়াস, আর ক'টা লেখার পর হয়ত বিরতি নেব। আসলে অংক ছকে ফেলে দিয়ে দেশের কবিতা লিখতে ভাল লাগছে, মন্দ না। তোমরাও চেষ্টা করে দেখতে পার...