-
                                   কি
                                 কথা
                               পাখির
                            গানে গানে,
                           কি কথা ওই
                        নদীর কলোতান,
                       কি কথা বাতাসের
                     হিল্লোলিত কানেকানে।
                    যেখানেই রাখি দু’কান
                   যেখানেই রাখি এই চোখ,
                 আমি শুনি,আমি দেখি কেবল
                দেখি অবাক চেয়ে রয় ভূলোক,
              জড়িয়ে ধরে প্রান দু’হাত বাড়িয়ে
             বাংলার রুপে নিজেই যায় হারিয়ে।
          ধন্য আমি এমন দেশে জন্ম নিয়ে মাগো
          মরনও যেন তোমার কোলে হয় আমার
         শেষ চাওয়া এইত আমার সুখের স্বপন,
       বুকের মাঝে তোমার স্নেহের গন্ধ হচ্ছে রোপণ  
      হাজার বছর। আজও তাতেই কান্নারা হয় হাসি,
  আমি প্রানের চেয়েও মাগো তোমায় তাইত ভালবাসি।
....................................................................“সৌধ কবিতা” বললেই যেন আমরা বুঝতে পারি আমরা দেশের অর্থাৎ দেশাত্ববোধের কবিতা নিয়ে কথা বলছি। পাতার লিংক http://www.bangla-kobita.com/palok/post20140709045954/ দিলাম। আগে সৌধটা ম্যানুয়ালী দিলে থাকত এখন থাকছে না। সম্পাদনায় দেখাচ্ছে স্মৃতি সৌধ কিন্তু সংরক্ষনে তা এক পেশে হয়ে যাচ্ছে। এডোমিনে সাহায্য কামনা করছি। সৌধ কবিতায় এটা আমার ৬ষ্ঠ প্রয়াস...