-                              
                               ছি!
                             একি
                            স্বদেশ
                          আমাদের
                       কি হচ্ছে দেশে,
                      কি ভাবে বাঁচ্‌ছি?
                     ফরমালীনে বাঁচা!
                   গনতন্ত্র    হীন   বাঁচা-
                 একে কি বেঁচে থাকা বলে?
                শরীরে যে ক্যান্সারের বাসা
               বেঁধেছে,সে ক্যান্সার আজ যেন
             ছড়িয়ে  পড়ছে   জাতীর   অন্তরে।
            পঙ্গু হচ্ছে সমাজ, ভাঙ্গছে সে আশা
          ভীতটাও যাচ্ছে ভেঙ্গে ভেতরে ভেতরে।
          তবুও কারও হচ্ছে  না  হুঁশ  এ কিসের
         আলামত, কিসের  ইঙ্গিত কোন  বিষের
       মরণ  যন্ত্রনায়  গুনছি  সময়   দিবা- নিশি
       হচ্ছে ক্ষরণ, তবুও বলছি দেশকে ভালবাসি।
....................................................................“সৌধ কবিতা” বললেই যেন আমরা বুঝতে পারি আমরা দেশের অর্থাৎ দেশাত্ববোধের কবিতা নিয়ে কথা বলছি। পাতার লিংক http://www.bangla-kobita.com/palok/post20140709045954/ দিলাম। আগে সৌধটা ম্যানুয়ালী দিলে থাকত এখন থাকছে না। সম্পাদনায় দেখাচ্ছে স্মৃতি সৌধ কিন্তু সংরক্ষনে তা এক পেশে হয়ে যাচ্ছে। এডোমিনে সাহায্য কামনা করছি।  সৌধ কবিতায় এটা আমার ৩য় প্রয়াস...