-
ঐ
নীল
অম্বরে
মেলেছ যে
পাখীরা মুক্ত
ডানা, সে আমার
আহামরি ঠিকানা,
আমার বাংলাদেশ।
আমি নির্ভয়ে কথা বলি,
গাই গান, কন্ঠে মুক্ত বুলি।
আমি নির্ভয়ে দৃঢ় পদে চলি
হেথা নেই হিংসা, নেই বিদ্বেষ।
বঙ্গ বন্ধুর পদ চিহ্নে হেঁটে যাই,
আব্বাস উদ্দীনের গলায় গান গাই,
জয়নুলের ক্যানভাসে আঁকি মা’র মুখ।
সমুদ্র সীমায় নীল অম্বর যে একাকার-
এ আমার বাংলাদেশ এখানেই যত সুখ।
....................................................................“স্মৃতিসৌধ কবিতা” বললেই যেন আমরা বুঝতে পারি আমরা দেশের অর্থাৎ দেশাত্ববোধের কবিতা নিয়ে কথা বলছি। স্মৃতিসৌধ কবিতায় এটা আমার ২য় প্রয়াস...