কবি বন্ধু ইমতি’র অনেক দিনের আহ্বানে সাড়া দিতে আজকের এই প্রয়াস। আমি আগেই বন্ধুকে বলে নিয়েছি কিছু নিয়ম ভাঙ্গা নিয়ে। আর নিয়ম হয়ই তো ভাঙ্গার জন্য! জানি না কেমন হল...
..........................................................................................

কি
আর  
এখন
করাকরি,
কিছুই নেই
আর সরাসরি।
আজও বসে আছি,
যদি কোন দিন ফিরে
আসে সে আবার নিজের
ভুল বুঝে, কাঁচ নয় হীরে,
এ  নাটকের   বনলতাসেন।
কাগজের নৌকার মত চোখের
পাপড়ি মেলে, যদি একবার এসে
হেসে হেসে ভালবেসে শুধু বলতেন-
এই আমি কেবল তোমাকেই ভালবাসি।
আমি সব অভিমান নিমিষেই ভুলে গিয়ে
ভাবতাম না আর কি ব্যাথায় হয়েছি প্রবাসী।