না ঝরুক শব্দ বৃষ্টি, এবার আমি আকাশেই
চাষ করব আমার মননের ক্ষেত। তারাদের
মত ফুটবে আমার কবিতার ফুল। যে ফুলের
পাপড়িতে আলোরাই ছড়াবে চিন্তার প্রাকৃত
গন্ধ। সে গন্ধে ভাসবে নির্জন জ্যোৎস্না রাত,
ভাসবে বেতসি বাতাস সাগরের মুখোমুখি।
না থাকুক প্রেয়সী মুখ, প্রেমের জন্য এবার
আমি জায়নামাজেই ঝরাব আমার অশ্রু বৃষ্টি।
ঘুমন্ত বীজের মত সেখানে সিক্ততায় জন্ম
নেবে স্বর্গীয় জৈতুন। যার পবিত্র রসে জুড়াবে
আঘাতের প্রতিঘাতে স্ফুলিঙ্গে পোড়া হৃদয়,
জুড়াবে অনুতাপের ঘায়ে জমানো পুরাতন জ্বালা।
না বাজুক অন্তরীক্ষের গান, এবার আমি
সময়ের ছিদ্রেই খুঁজব অদৃশ্য মিলনের সুর।
যে সুরের মূর্ছনায় পাহাড়ি ঝর্ণায় দোল খাবে
সাগরের ঢেউ। যে ঢেউয়ের অনুক্ষন শব্দ ছন্দে
থাকবে প্রশংসার জিকির, থাকবে বেলাভূমির
মায়ায় জড়ানো জোয়ার ভাটার শেষ চিহ্ন।