আমাকে কেউ বুঝল না, কেউ বুঝতেও চাইলি
না। আমার মনের ভেতর ভেজা আকাশ- যে
চাঁদকে বুকে করে জেগে থাকে প্রতি শুক্লা পক্ষে,
এ কেবল তোমার জন্য তুমি পুর্নিমার রাত
ভালোবাসতে বলে। আমি তাই প্রতিটি রাতকে
পুর্নিমা চাঁদের আলোয় ভরে দিতে চাই, অথচ
অমাবশ্যা কেড়ে নিয়ে যায় আমার সাজানো
অলকা স্বপ্ন আর স্বপ্নীল জীবন।
আমায় কেউ জানল না, জানতেও চাইল না।
আমার বুকের ভেতর জমানো ভালাওবাসা যে
সবুজ মাঠ হয়ে ফসলে ফসলে ভরে দিতে চায়
প্রতিটি মরুভূমি, এ কেবল তোমার জন্য তুমি
সবুজ প্রকৃতি ভালো বাসতে বলে। আমি তাই
প্রতিটি মরু অঞ্চলে সবুজের মাঠ হতে চাই,
অথচ অনা বৃষ্টি, আনবিক বৃক্ষ নিধন ধ্বংস
করে আমার সবুজ মেলা।
আমায় কেউ চিনল না, চিনতেও চাইল না।
আমার সমস্ত দেহ জুড়ে প্রতিভাত আকাঙ্ক্ষা
যে স্বর্গীয় অনুভূতি, শিহরিত ফল্গু কামনা আর
তোমার সাজানো স্বপ্নকে নিয়ে রাত্রির সাথে
কথা বলে প্রতিদিন, এ কেবল তুমি সুন্দর স্বপ্ন
দেখতে ভালোবাস বলে। আমি তাই প্রতিটি
দিনকে অনুরোধ করি তুমি রাত্রি কেড়ে নিও না,
অথচ সূর্য কড়া নাড়ে ভোরের আলোয়।