লন্ডভন্ড হোচ্ছে যেন সাজানো চারিপাশ,
খন্ড খন্ড পাথর আঁধার প্রলয়ঙ্করী সর্বনাশ।
নেই কোন পরম্পরা ভীরু অবরুদ্ধ বিশ্বাস,
রক্ত ক্ষরণ অনুক্ষন যেন হৃদয়ে দীর্ঘশ্বাস।
এত ভাল লাগা, এত নিঃস্বার্থ ভালবাসা,
কি করে নিমিশে হয় রিক্ত সর্বনাশা।
কত স্বপ্ন সুখ, অবিরত বুকে বাঁধে বাসা,
এরই মাঝে দুঃখ কষ্ট করে যাওয়া আসা।
আমি নিরালায় বসে ভাবি আপন মনে,
কখনও চেয়ে থাকি দূর আকাশ পানে।
সমাধানহীন তপ্ত জল ঝরে চোখের কোনে,
স্রষ্টার? সৃষ্টির? আমি যে কার কে জানে!