কি এমন ক্ষতি হত যদি উভয়ের একজন মেনে নিত কারও দুর্বলতাকে।
কি এমন মহাভারত অশুদ্ধ হত যদি সব কিছু উপেক্ষা করে আবার ফিরে
আসতে আগের মত ভালবাসতে। কি এমন লন্ডভন্ড হত প্রাত্যহিক সমাজ
জীবন যদি রক্ষা করতে কারও অকালে ঝরে যাওয়া স্বপ্ন।
এই যে দূরে থাকা, এই যে কাছে না আসা, এই যে গোপনে চোখের জল
ফেলা, তাতে কার কি আসে যায়। কথ্য যে সমাজ আর নিজের মর্যাদার
কথা ভেবে এত কঠোরতার কুড়ালে আঘাত হানলে নিজের ভবিষ্যতের পায়ে
তাতে কি এ সমাজ একবারও এসে তোমার ঘায়ে লাগাবে প্রেমের প্রলেপ?
তোমার অনিচ্ছাকৃত জোর করে ব্যস্ত থাকার অভিনয়ের ফাঁকে কখনও
যদি ভুল করে হলেও কিছুক্ষনের জন্য একান্তে ফিরে আস, তবে দোহাই
তোমার, তুমি একটিবার শুধু একটিবার ঘৃণা ভরে হলেও আমার কথা,
আমার ফেলে আসা প্রেম, আমার কান্না, তোমায় নিয়ে আমার যত ভালো
লাগা স্বপ্ন তা নিয়ে ভেবে দেখো, কার প্রেম অথবা কার ভুল ছিল কতটুকু!