আসলে স্বার্থপর বলে কাউকে মন্তব্য করার ফাঁকে কি কখনও ভেবে দেখেছি,
কখনও কি নিজেকে জিজ্ঞেস করে দেখেছি অথবা অন্য কেউ যখন স্বার্থপর
বলে দূরে সরে গেছে তখন কি নিরজনে বসে একবারও কষ্ট পেয়েছি?
ভেবেছি- আসলে আমিও স্বার্থপর কিনা। অথবা তুমিও কি তার উর্দ্ধে?
আমার তো মনে হয় আমরা সকলেই স্বার্থপর। স্বার্থপর এই প্রকৃতি, স্বার্থপর
এই চন্দ্র, তারা, সুর্য এবং স্বার্থপর এই সুর্যের স্রোস্টা। স্বার্থপর ঐ মেঘ। সে
জানে বৃষ্টি ধারায় না ঝরলে তাকে মেঘ বলে কেউ ডাকবে না। নদীর জল
সাগর পানে না বইলে তাকে কেউ নদী বলে জানবে না।
দিন রাতের ভেতর অথবা রাত দিনের ভেতর প্রোবিষ্ট না হলে রাতকে রাত
অথবা দিনকে দিন বলে কেউ চিনবে না। মা বুকের দুধ না দিলে অথবা কোলে
পিঠে মানুষ না করলে সন্তান মা বলে ডাকবে না। আর পিতা সন্তানের মায়ের
অস্তিত্বের স্বিকার না করলে পিতা হওয়ার অহংকার থাকবে না। তাই আমরা
সকলেই স্বার্থপর। যদিও তুমি আজও মানতে চাও না- তুমিও যে স্বার্থপর!