এখন গরম আবহাওয়াটাই বেশ ভাল লাগছে।
শরীরে কেমন ফোটা ফোটা ঘাম যেন সোহাগী
প্রহরের কাম ভেজা নম্র অবসাদের মত।
এখন গরম আবহাওয়াটাই বেশ ভাল লাগছে।
বলা যায় ভাল লাগিয়ে নিতে শিখেছি। নইলে
ডাবের জলে পেতাম না কুমারী স্তনের স্বাদ।
এখন গরমটা তাই বেশ ভাল লাগছে। শরীর
পুড়ছে পুড়ক, ঘাম ঝরছে ঝরুক, শীতল
বাতাস স্তব্ধ হয়ে আছে থাকুক। আমি তো
ভাসছি যৌবন উত্তাপে।