ভালবাসায় ফুল পাখি আর ভালবাসা স্বার্থহীন
যতই বলি আদতে সকলই স্বার্থপর,
মুখে মুখে নিঃস্বার্থ ভালবাসার কথা বললেও
স্বার্থের সাথেই বাস করে এ অন্তর!
এই যে তুমি বল- বাঁচবে না আমাকে ছাড়া
এক নিঃশ্বাসের অন্তিম ফারাকে,
অথচ ভালবাসায় স্বার্থ কথা নিয়ে পাতা উল্টাও;
কেউ বদলায়নি স্বার্থপরতার ধারাকে।
এ কথা আরও সত্যি হয় যখন সত্যটা এসে
দাঁড়ায় অন্তর দৃষ্টির খুব নিকটে,
তখন নিমিষে ভালবাসারা হারিয়ে যায় দীগন্তে
ছেঁদা পয়সার প্রেমও থাকে না পকেটে।
এই যে তুমি বল- হৃদয় চিরে যদি নেহায়েত
দেখানো যেতো তুমি কে আমার,
আসলে হৃদয় চেরা যায় না বলেই এ ছলাকলায়
লুকিয়ে থাকে স্বার্থের প্রকৃত আচার।
স্বার্থপরতা নিয়ে কভু দোষ দেব না তোমায় আর
কেননা জেনে গেছি ইশ্বরও স্বয়ং স্বার্থপর,
তাই স্বার্থ নিয়েই সৃষ্টি জগত, ফুল পাখি ভালবাসা
ইশ্বর তুমি আমি সকলেই স্বার্থেই বিভোর!
তবুও কিছু স্বার্থ, কিছু কথা, কিছু প্রেম ভালবাসা
মুখে না বলে বুঝে নেয়া ভাল ইশারায়,
তাতেই বরং আপাতঃ ভালবাসা স্বার্থহীন মনে হয়
বেঁচে থেকে সে প্রেম কেউ যেন না হারায়।
০৫ জানুয়ারি, ২০১৯ ।