যাক সব ম্যানেজ করে হলেও তুমি দেখা দিও
ঢিলা বরষার আত্মীয় কোন সন্ধ্যায় একটি চুম্বন
ওষ্ঠে ভেজাতে একটি রিক্সার আড়াল পিঁড়িতে।
তবু তুমি থেকো আমার প্রতিক্ষায়। হাজারো কলংক
আর লোকজ কথার অসভ্য বুনুনে উপেক্ষা করো না
এই অবাধ্য প্রেমের উপাখ্যান কোন অচেনা
উপত্যকাকে একাকিত্বে ভালোবেসে।
আমি সব হারাতে রাজি। এই সমাজ, এই
থিয়েটার পরিবার, এই রংগ তামাসার কূল,
এই দোঁহায় জীবজল বন্ধনে প্রাপ্য আভিজাত্যের
প্রতিপত্তি। কিন্তু তোমাকে একটিবারের জন্য নয়।
এ অবশিষ্ট জীবন যেন তোমার পাত্রে ঢেলে দেয়া
আমার শেষ অস্তিত্ব আকার। এ ছাড়া তুমি জেনো,
আমি এখন আমিত্বহীন।
আমি তাই অহর্নিশি দু’হাতে আমার ভাবনাদের
ঠেলে দিতে চাইলেও তুমি সেখানে পুরাকীর্তির
স্থ্যপত্যের নিদর্শনে পর্যটনের আয়তন হোয়ে যাও
অবলীলায়। আর আমাকে খোঁজ, কখনও ইশারায়
ডাকো, গায়ে মাখতে চাও আমার বুকের গন্ধ।
আমি অস্থির হোয়ে বার বার চেয়ে থাকি তোমার
চলার পথ।
তাই তোমাকে ক্ষণ মুহুর্তও দূরে রাখা যায় না
অথবা রাখতে পারি না। একটি খালি রিক্সা
নিয়ে সন্ধ্যা এসে তাই অবশেষে দাঁড়ায় আমার
পথ আগলে। আমি তোমাকে পাওয়ার জন্য তখন
লজ্জ্বাহীন হাওয়ায় ভাসাই আমার হাজারো চুম্বন
যেন তার একটি হলেও গিয়ে জমে তোমার
শিক্ত ওষ্ঠে।