ওরে মোমিন-
কাটল যে দিন
হেলাফেলায়, না ভেবেই পরকাল।
হায়রে কপাল,
কি যে আছে মরণ কালে
ভাবলাম তা না হৃদয় চোক্ষু মেলে
সময় গেল সুদূর অস্তাচলে
সময় কি আর ফেরে সময় গেলে!
তাইত বলি-
ভাব সবে চোক্ষু মেলি,
এই দুনিয়ায় রয়না কেউ চিরদিন,
ওরে মোমিন-
থাকতে সময় দুনিয়াত্
ধ্যান দাও সকল পাপ নাজাত,
পেতে তোমার আখেরে সম্মান।
হে রহমান-
দাও মোদের শক্তি সাহস,
রই যেন সত্যের তরে বশ।
অন্যায় আর শেরেক কে দিই কবর,
রমজানুলের নেকীর খবর
দিলের মধ্যে পুষে করি বদের পরিস্কা্
আল্লাহর কাছে পেতে সকল ন্যায় বিচার।
এই যেন হয় সিয়াম সাধন,
সকল কাজেই তাঁর কাছে মন
পড়ে থাকে থাকতে বুকে শ্বাস।
রমজানই নয়, যেন বারটা মাস
তোমার ধ্যানে থাকি মশগুল।
ক্ষমা চাই আগে পিছে করেছি যত ভুল।
পরকালে জান্নাত দিও হে দয়াময়-
পাপের জন্য পাপকে যেন সদাই করি ভয়।