তবুও কি ভরে এ দগ্ধ মন
যদি না পায় মনের মত মানুষ,
হৃদয়ে জ্বলে যন্ত্রনার আগুন
জ্বালায় ধিকি ধিকি উষ্ম তুষ!
যে কথা বলতে চেয়ে বার বার
হৃদয় হয়েছিল উত্তাল উন্মুখ,
সে উন্মুখতা কি আর আছে
সময়েই লুকিয়েছে তার মুখ।
দুয়ার খোলা রাতে জেগেছি কত
মশারীবিহীন উলোটপালোট বেডে,
সকালের রোদ গায়ে পড়ে এসে
জাগায় শেষে হারমোনিয়াম রিডে।
শেষ জীবনে এই বিদায় কালে
কত স্মৃতিকথা বাজে এই বুকে,
বলি বলি করেও হয়না তা বলা
ভেতরেই যেন মরে ধুকে ধুকে।
থাক পড়ে থাক শিয়রে কবিতার বই
অথবা যে কবিতা লেখা হল না শেষ,
তবু অন্যায়ের কাছে মাথা নত না হোক
শোবার খাটও যদি হয় খাটিয়া বিশেষ।
২৩ এপ্রিল, ২০২১।