আজ আমার শহর বড্ড নিরাপত্তাহীনতায় ভুগছে।
তোকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি হল তোর?
তুই বাসায় নেই, মলে নেই, সুপারমার্কেটে নেই,
সিনেমা হলে নেই, ক্লাবে নেই। তোর মোবাইল ফোন
বন্ধ। অথচ গত কালও তুই ছিলি উচ্ছল, নিরাপদ!
আজ আমার শহর বড্ড নিরাপত্তাহীনতায় ভুগছে।
আমার বড্ড ভয় হচ্ছে, তোকে হারানোর ভয়।
এমন করে আকাশ ভেঙ্গে পড়েনি কখনও। অথচ
আজ শহর ভাঙছে, রাস্তা ঘাট ভাঙছে, পরিবেশ
ভাঙছে, সম্পর্ক ভাঙছে, মন ভাঙছে, ভাঙছে
আমাকে দেয়া তোর আর তোকে দেয়া আমার
অর্থাত আমাদের চন্দ্র সুর্য স্বাক্ষীর প্রতিশ্রুতি।
আজ আমার শহর বড্ড নিরাপত্তাহীনতায় ভুগছে।
শহরে মৌসুমী দোলা নেই, কৃষ্ণচূড়ার ডালে ডালে
আজ ফুল নেই, কাকেদের মিছিল। সড়কে
মানুষ নেই, কুকুরের জটলা। ছায়ানটের মঞ্চে
তোকে খুঁজেছি, গান ভালবাসিস। অথচ গানের
আসরেও তুই অনুপুস্থিত। তাহলে কি আজ শহরও
জেনে গেছে তুই আমাকে পর করে রেখে গেলি!