ইদানিং স্বপ্নের ভেতর শুনি কান্না
জড়ানো কোকিলের কন্ঠ। আবার
কোথাও দেখি কন্ঠ স্তব্ধ কোকিলের
লাশ পড়ে আছে দলিত কৃষ্ণচূড়ার
রাজ পথে।
কোন এক অচেনা ঝড়ে উজাড়
করা বনের ঝলসানো শাখায় দেখি
বসন্ত এসে আবার ফিরে গেছে কবে,
এখন শুধু শুন্যতা আর চারিদিকে
মৌনতার মিছিল!
আমাকে ডেকো না বসন্তহীন প্রকৃতির
কাছে, আমায় খুঁজো না জ্যোস্নাহীন
রাতের উঠোনে, আমায় বল না
আজ আর আরাধনার সংগীত গাইতে।
আমার প্রেমের বাগান যে প্রেয়সীর
বিরহে এখন বিরান।