আমিও থাকব দরজা আঁটা
মাড়াব না তোর খিড়কি দুয়ার,
পাড়াময় আর ঘুরব না সত্যি
নিজের আংগিনাকে করব খোয়াড়।
না থাকুক জানালা ভরা চাঁদ
জেগে থাক শুধু তোর চন্দ্রবদন,
সে আকাশে আমি কিছুই চাই না
হোক যতই সূর্য কিংবা চন্দ্রগ্রহণ।
আমি খুঁজে নেব এ বুকে তোকে
তুই কি ভাবে হোয়ে গেলি ভালবাসা,
কেউ জানুক বা না বুঝুক
মৃত্যু খূঁড়ে হলেও বুঝে নেব তার ভাষা।
যে ভাষায় শব্দ নয় শুধু অনুভব
শুধু ছুঁয়ে ছুঁয়ে যাওয়া কাঁপন হৃদয়,
অসীম থেকে ইশারায় ইন্দ্র সুরে
দুটি সত্তা থাকে অহর্নিশি তন্ময়।