- থ
মেরে
গেলাম।
আমরা কি
বেঁচে থাকতে
আর দেখব না,
ভুলেই যাব সেই
বাঙলা মায়ের রুপ?
আলুর কেজি ৫০ টাকা
কোনপাপে এ কপালে লেখা
এমন করে গোলা ভরা ধান
পুকুর ভরা মাছ, গোয়াল খান্
গরু উধাও হল কার অভিশাপে
কোন বর্গী এসে খেলছে তাসের ত্রূপ!
আদি থেকেই বন্যায় ভাসে ক্ষেত খামারি
বন্যার দোষ, নদীর দোষ দিই বা কি করে,
উজান বাঁধে বালু এসে ভরছে নদীর তল,
নদী খনন, নদী শাসন কত বিদ্যা কারিগরি
জেনেও কেন নদী দিয়ে নামে না বর্ষা বৃষ্টির জল।
ভোট নয়, টেন্ডার নয়, নয় গদির জন্যও ক্রন্দন
সময় থাকতে আন্দোলন হোক একটাই-নদী খনন।
২৪ অক্টোবর, ২০২০।