এভাবেই যদি একবারও জানতাম
জন্মের চেয়ে মৃত্যুর আবাস হয় কত দীর্ঘ,
তাহলে কি জন্ম হত এত সুন্দর?
মৃত্যুর কথা ভেবে মৃত্যুই কি হত সে অর্ঘ্য!
তাইত কবে মরণ হবে আমার
তা জানি না বলেই বেঁচে থাকা এত সুন্দর,
আমার পৃথিবী জুড়ে যে মুখ দেখি
সে মুখে চেয়ে তাই সুধায় ভরেছে এ অন্তর।
এই যে এখনও বেঁচে আছি বলেই
আমাকে নিয়ে এত স্বপ্ন, এত কল্পনা তোমার,
আমার মৃত্যুর আবাস সাজাতে
কত অনুশাসন, কত বাধা নিষেধ ছিল এন্তার।
তবুও আমি তোমাকে ভুলে থাকি
ভুলতে পারি না শুধু তোমার ভালবাসার ঘা,
ভুলের মধ্যেই তোমার অনুগ্রহ খুঁজি
ছোট্ট এ জীবনে ভুল করেও আজ পেয়েছি যা।
এই যে এত মায়া, এত প্রেম
তবু সব কিছু পিছু ফেলে মৃত্যুর কাছেই সমর্পন,
আমার প্রয়ানে কোন অবসরে-
স্মরণে আমায় ডেকো যারা ছিলে মোর আপন।
আমি প্রার্থনা সে ডাক শুনে
মৃত্যু উত্তর কাটিয়ে দেব আমার দীর্ঘ জীবন,
থাক না কষ্ট কান্না তাতে, তবু
ভালবাসায় আঁটব ছায়াহীন তীব্র আলোর বাঁধন।