বর্ষাই কি বললঃ আর নয় অনেক ভিজিয়েছি,
ভরা প্লাবনে অনেক ভেংগেছি, অনেক ডুবিয়েছি
সাজানো বাস্তুভূমি,
নাকি শীতই বললঃ অনেক হয়েছে তোমার,
এবার থামাও তো মায়া কান্না, বিনষ্ট আর নয়
আসছি আমি।
সে যে ভাবেই হোক, দেখি বৃষ্টি গেছে কমে,
আকাশে মেঘেদের ছুটোছুটি হয়েছে উধাও
কোন অজানা রাজ্যে,
শীতের উষ্ণতা এসে ঘষছে প্রকৃতির শরীর,
বর্ষার ভাঙ্গন থামিয়ে নতুন স্বপ্ন দেখান
তারই কাজ যে।
আবার জাগবে নতুন চর, ঝরা পাতার ডালে
আবার ধরবে সবুজের বুকে সোনালী রূপোলী
ফসলের সম্ভার,
আবার গড়বে নতুন বসতি, নতুন জনপদে
আহাজারি উপেক্ষা করে আসবে নতুন সকাল
একটুও নয় কম তার।
তাইত মাঝে মাঝে ভাবি হাঁড় কাঁপানো শীতে
যখন অনেক কষ্ট আর অভাবে কাঁদে দূরের
কোনো অচেনা গ্রাম,
এই যে এখন শীতের মৃদু আবহ বইছে চারিদিক
তখন মনে হয় গ্রীষ্ম বর্ষা শরত অথবা হেমন্ত
নাকি শীতই বেশী আরাম।
তবুও বলবঃ মৌসুমী সকল আলাপনের এ ধরা
ফিরে ফিরে এসে কখনও কাঁদায়, কখনও হাসায়
কখনও ভাসায় জলে কিংবা ফসলে,
কোন কিছু থাকতে মর্ম বুঝি না, বুঝি কেবল
যখন সে চলে যায় কিংবা হারায় কোন সুদূরে
তার প্রয়োজন শেষ হলে।