মরণ কালেও সোনাবন্ধু জানি আমার
দুই চোখের পাতা থাকবে খোলা পড়ে,
বুঁজবে সে চোখ, বুঁজবে সেদিন জানি
দাফন কালে তোমায় একটু দেখার পরে।
ভালোবেসে বন্ধু তুমি কোথায় ছিলে
একবারও নাওনি খবর অভাগিনীর,
তবুও আমি তোমার আশায় ছিলাম
দুই নয়নে বাঁধ মানেনি নোনা পানির।
পিরীতি করা কি জানতামরে সোনাবন্ধু
জানতাম না ভালোবাসাডা কারে কয়,
বুকে জড়াইয়া তুমিই প্রথম কইছিলা
পিরীতি সেইডাই দেহে যখন যন্ত্রণা হয়।
মনে এত যন্ত্রণা তবু কেন্ যে লাগে ভালো
বুকের মইধ্যে শব্দ করে হাওয়ার হাপর,
ভুলতে চাইলেও যায় না ভোলা তোমারে
দিনে রাইতে মনের মইধ্যে লাগে ফাঁপড়।
তাবিজ তোমড়া কতই পরলাম এই গলে
বাজুর হাতে বাঁধলাম বশের জরিবুটি,
তবু তুমি এ জীবনে হইলা না বন্ধু আমার
কতই খুলে রাখলাম পথে মাথার ঝুটি।
চলেই যদি যাইবা বন্ধু বাড়াইলা কেন মায়া
নাকছাবিতে বাড়াইলা কেন্ মুখের বাহার,
নাকের ফুটায় গুঁজি বাঁশের চিকন কাঠি
তাও কি ফুটা থাকবে তাতে পরতে অলঙকার?
একলা থাকার কষ্টগুলার দিনগুলি খন্ডাইতে
পারো যদি সোনা বন্ধু আমার আইস ফিরা,
জীবন কালে না হইলেও মরণ কালে আইস
মাথার কিরা লাগে বন্ধু, আমার মাথার কিরা।
২৯ অক্টোবর, ২০২১।