আমরা কেউই মৃত্যুর মুখোমুখি হতে চাই না,
যদিও জানি সে মৃত্যু আমাকে করবে পাকড়াও,
বয়স লুকিয়ে নিজেকে জোয়ান ভেবে যতই আঁকড়াও,
সময় হলে তুমি নও, সে মৃত্যুই সম্পন্ন করবে সব কান্ডকারখানা।
কি হবে তখন সোনার দেহ থাকবে পড়ে মাটির নীচে অনন্তকাল,
সেখানে কে থাকবে, কি থাকবে নির্জন বড্ড একা একা,
তুমি না থাকলেও কেউ একজন থকবে প্রতিদিন করবে দেখা,
কেমন হবে তার স্বভাব, কে জানে ভালোবাসবে না ঘৃণা করবে সন্ধ্যা-সকাল।
এমন ভাবনায় মাঝে মাঝে বড্ড কষ্ট হয় এমন মানব জন্ম নিয়ে,
কি জানি ভালো হত হয়ত পাখি হয়ে, নাহয় জন্ম নিতাম হয়ে বৃক্ষ,
হয়ত কেউ ভাববে আশরাফুল মাখলুকাত হয়েও আমি বড়ই মূর্খ্য,
পরকালে কত কি অপেক্ষায় আছে যা কেবল জন্ম নিয়েছি বলে মানুষ হয়ে।
তবুও চেয়ে থাকি আগামী দিনের পথে কখন বাজবে শেষ ঘন্টা,
কখন সন্ধ্যাবাতির আলো ঠেলে দূরদীগন্তে ধ্বনিত হবে আযান,
আমি নীরবে প্রভু তোমার নাম নিয়ে বক্ষে ধরি ন্যায়ের মিজান,
পাখি, বৃক্ষ হতে চেয়েছি ঠিকই তবু তুমিই জানো কি ভাবে তোমাকে খুঁজে মনটা।
১৯ জুন, ২০২১।