করোনা ভাইরাস দেখতে
যেন লাগে কদম ফুল,
আষাঢ় মাসে কদম ভেবে
করো না তাকে ভুল!
আশা এবার জাগছে মনে
এলো যখন আষাঢ়,
এবার নিশ্চই কদম ছোঁয়ায়
করোনা হবে অসাড়।
করো না এবার আষাঢ় জলে
খাবে হাবুডুব,
কদম ফুলের আঁচড় খেয়ে
হবেই এবার কাবু।
কদম ডালের হাওয়ায় এবার
বাজবে কালার বাঁশি,
লক্ষ কদম কদম নেবে পিছু
মরবে এবার করোনা সর্বনাশী!
তাইত বলি ভুল করো না
করোনাকে ফুল ভেবে,
আর ক'টা দিন নিয়ম মেনে
ধ্যানে সবুর করো সবে।
১৫ জুন, ২০২০।