ও করোনা তুমি আর কত কষ্ট দিতে চাও,
এবার ক্ষমা করো হে মহামারী বিপদ,
আমায় যেতে দাও আমার প্রিয়ার বুকে
খরায় আজ শুন্য যে তার প্রেমের নদ।
কি করে বুঝাই বল কষ্ট কত জমল বুকে
ভুল বুঝার অবসরে থাকতে গিয়ে একা,
এবার একটু দ্বিধা করো দাও ফিরিয়ে প্রেম
মুক্তো করো দূরত্বের এই ভ্রান্ত ধোকা!
নির্জনতায় কাঁদছে শহর কাঁদছে চারিপাশ
প্রেমের কান্না, ক্ষুধার কান্না, কান্না জানাজায়,
এতো কান্না তবু কেন তোমার বিরাম নাই
বাঁচাও শহর, বাঁচাও নগর, বাঁচাও অসহায়।
ও করোনা হল তো এবার অনেক থাকা
নাও বিদায় আসুক ফিরে মুক্ত সুখের দিন,
এবার যদি মৃত্যু জয়ে প্রানে বেঁচে যাই
সত্যি বলছি ঋণী হতে করব না আর ঋণ।
০৩ মে, ২০২০।