কবিতার মৃত্যু
- পলক রহমান।
তোমার চোখের দিকে যখনই তাকাই দেখি ভোরের শিশিরের মত অথবা শিউলি ফুলের মত সেখানে কবিতারা পড়ছে ঝরে।
কি করে যে চোখের জলের এক একটি ফোটা কবিতা হয়ে যায়! যেমন কবিতা হয়ে যায় একটি বিকেল একটি নদী, একটি রাত একটি ক্ষতি।
নীরবতাতেও তো অনেক গল্প কথা প্রেমময় আদর আর ভালোবাসার কবিতা থাকে। কিংবা থাকে ঘৃণা প্রতিবাদী শব্দ, অনাগ্রেহের ভাষা।
কিন্তু সব সময়, সব প্রতিক্রিয়ায় কি আর নীরব থাকা যায়?
তাইত নুসরাতরা লাশ হয়ে যায় মুহুর্তে। অলক্ষ্যে মৃত্যু হয় একটি সোনালী স্বপ্নের, মৃত্য হয় একটি নিরবদ্য কবিতার- জন্ম দিতে হাজার কবিতা!
১২ এপ্রিল, ২০১৯।