আচ্ছা বলত কে আমার তুই ?
তোকে শুভ সকাল জানাই
শুভ রাত্রি জানাই-
রাত্রি হলে বাতি নিভিয়ে শুই...।
আচ্ছা বলত কে আমার তুই ?
আমি কোন মেলায় যাই
কোন মজলিশে যাই-
সবখানেতেই তোর ভেতরে খুঁই...।
আচ্ছা বলত কে আমার তুই ?
শ্রাবনের রাত, শীতের সকাল
কিংবা নিরালা দুপুর-
তুই যেন এক ফোঁড় কাটা সুঁই...।
আচ্ছা বলত কে আমার তুই ?
সুখি বাড়ি, রাজ বাড়ির শীতল ছায়া
মোঘলীয় বৈঠকখানার
তুই যেন চৌচালার মিলনী টুঁই...।
আচ্ছা বলত কে আমার তুই ?
যেন মুখরা গঞ্জের নদীর ঘাট
টলটলে স্বচ্ছ জলে ছায়া পড়া
পরিশ্রান্ত নৌকার হাল ধরা গলুই...।
আচ্ছা বলত কে আমার তুই ?
হলুদ সর্ষে ক্ষেত, ফসলী মাঠ
আহার জোগানো শস্যের বিছন
যেন স্বপ্ন ভরা সোনালী ভুঁই...।
আচ্ছা বলত কে আমার তুই ?
ঝর্ণার জল নয়, রংধুনু রঙ্গে নয়
ভালবাসা রংগে রংগে যতন করে
আদরের মিষ্টি রঙ রসে ধুই...।
আচ্ছা বলত কে আমার তুই ?
নীলের ছায়ায় মেঘালী আকাশ
যেন শ্রাবনের রিমঝিম বৃষ্টিতে
জমে থাকা মনের কষ্টগুলো ধুই...।
আচ্ছা বলত কে আমার তুই ?
তোর আদর, তোর ভালবাসা আর
বিশ্বাস ভরা সম্পর্কের কাছে
কেন সকাল সন্ধ্যা এ মাথা ন্যুই...!
আচ্ছা বলত কে আমার তুই ?
আমার শিহরণ, আমার অনুভব
নস্টালজিয়ায় বিহবলতা নিয়ে
যেন তোর নম্র গ্রীবা বেয়ে চুঁই...।
আচ্ছা বলত কে আমার তুই ?
পুরোন আলমারি, লৌহ সিন্দুক
কিংবা শোপিস রাখা সেলফে নয়
তোকে আগলিয়ে মনের মধ্যে থুই...।
০৮ আগস্ট, ২০১৯।