বয়স্ক হওয়া এমনই এক অমোঘ মলিনতা
সময়ের নাগপাশ ছেড়ে চঞ্চলতায় হয় থিতু,
বন্ধনে কাছে রাখতে ধরে অতি আপন জন
সম্পর্কের সুঁচে যায় না সূতো যতই লাগাই থুতু।
ভাবতে বড়ই কষ্ট হত আমিও হব বুড়ো
মাথা ভর্তি পাকা চুল আর ঝুলো চামড়া গ্রীবায়,
কান টেনে ধরবে চোখে পাওয়ার চশমা ফ্রেম
আমিও থাকব ঔষুধ পত্র নার্স ডাক্তারের সেবায়।
যৌবনের উদ্দামতায় ভাবিনি বুড়ো হলে
সম্পর্কই শুধু নয়, ভেতর থেকে বন্ধন হয় হাল্কা,
ভালোবাসার মায়ায় যতই আটকাতে চায় জীবন
ততই যেন পথের মাঝে পদক্ষেপ হয় পলকা।
কানের মধ্যে দিনে রাতে বাজে অচেনা সুর
ক্ষনে ক্ষনে বুকের মধ্যে চমকায় স্নায়ুর চাপ,
বন্ধ থাকে কথা, বন্ধ থাকে মন, তখন ভাল্লাগে না
সাহস গুলো শীতল হতে হতে ছড়ায় তবু উত্তাপ।
মনে পড়ে ফেলে আসা অতীত দিনের স্মৃতি
ছুটোছুটি করে তারা সীমান্ত থেকে সীমান্ত,
মেলানো যায় না, কেবল আফসোস্ হয় মনে
বুড়ো হতেই হয় একদিন যৌবন কি তা জানত!
২৭ নভেম্বর, ২০১৯।