একটা সূক্ষ্ম বীজও বাঁচতে চায় কোন একটি কার্নিশে ঝুলে,
যেমন একটা শীতের কুয়াসা বৃষ্টি সকাল ছুঁতে চায় শিশির,
একটা ঝর্ণা বয়ে যেতে যেতে খুব মিশতে চায় নদীর কূলে
যেমন একটা রাত চায় গন্ধ ছড়াক শিউলির সুভ্র আবির।
একটা কান্ডহীন লতাও চায় আলোর দিকে নির্ভয়ে হাঁটতে
যেমন একটা পথ চায় শরীর নিয়ে বাঁচতে কোন ঠিকানায়,
একটা দিন সূর্য মাথায় করে তবু চায় রাতের মধ্যে আঁটতে
যেমন চোখ কত কি দেখে তবু নিজেদের মধ্যে দেখা নাই।
একটা ভগ্ন হৃদয়ও স্বপ্ন দেখতে চায় ভালবাসা ফিরে পেতে
যেমন কোন আপন জন হারিয়েও খূঁজে ফিরে বুকের ধনকে,
একটা জীবন সব হারালেও আটকে থাকে কিছু সুখ স্মৃতিতে
যেমন কিশোর বেলায় ফেলে আসা পৈত্রিক ভিটার বাঁধনকে।
তাই একটা প্রেম চাইবেই আজীবন কাছে থাক সেই প্রিয় মুখ
যেমন আলোর সাথেই থাকে প্রকৃত বস্তু রুপের আসল ছায়া,
একটা লৌহ দন্ডকে আকর্ষণ করবেই বিপরীত মেরুর চুম্বুক
যেমন সন্ধ্যা ঘনিয়ে এলে জীবন খুঁজে ফিরে আশ্রয়ের মায়া।