চুপকথা সেতো নয় চুপ
কত অতল কথা থাকে মনের গভীরে,
রুপকথার গল্পে দিয়ে ডুব
শাহাজাদী হোতে কত খুঁজলাম প্রানভ্রমরে।
ধুপসন্ধ্যায় জ্বালিয়ে গন্ধ ধুপ
রুপসজ্জায় তোমাকে পেতে হলাম পূজারী,
সন্ধ্যা প্রদীপ হারালে সে রুপ
আঁধারে যৌবনা মন হোয়েছিল উজাড়ী।
খুব করে তবু হঠাৎ টুপ টুপ
বৃষ্টি যখন ভরে ছিল মনের শুকনো মাঠ,
তবু ভরেনি ভালবাসার কূপ
তোমার জন্যই প্রতিক্ষাতে জীবনের সব পাঠ।