আস্তাকুঁড়ে থাকনা অবহেলিত এ জন্মের শ্রী ইতিহাস  
তারপরেও তো ধীরে ধীরেই বড় হয় লাউয়ের ডগা,
যে কান্ড ছড়ালো তার ডাল পালা আলোর পথে হাঁটতে
ইতিহাস তখনই বোদ্ধা হয় যদি ধবংস না হয় তার আগা।

ইতিহাস না হয় নাই বলি যদি একে বলা হয় জন্ম কথা
তবুও মৃত্যুটা এসে আসন গাড়বেই কথা হতে শেষ,
দেখতে দেখতে সে কথাও কালের গর্ভে হারিয়ে যায়
যেমন ভালোবেসে তুমি আমি হয়েছিলাম নিরুদ্দেশ।

আজ আমরাই আমাদের কথা ভুলতে বসেছি আজান্তে  
কখন যে হারিয়ে গেছে এত প্রেম এত ভালোবাসাবাসি,
আসলে স্বার্থ নিয়েই স্বার্থপরতার ব্যাখ্যায় মানছি কই
আমি নিজেও একজন স্বার্থপর আমিও বড্ড অবিশ্বাসি।

আস্তাকুঁড়ে বেড়ে উঠা এ যৌবনেরও ছিল উত্তাল ঢেউ
নতুনকে সকলেই আলিংগন করে বাঁধে বাহুর ডোরে,
যতই ভুলতে চাই না কেন পুরাতনকে বয়সের বঞ্চনাতে
ইতিহাস জন্মকথা সেখানেই ঋদ্ধ হয় ঋজুতে অন্তরে।
  
০৪ জানুয়ারী, ২০২০।