সময় মত অনেক চাওয়ার একটু কিছু পাওয়া
হয় যদি সে হৃদয় দিয়ে পাওয়া,
অসময়ে অনেক বেশী পাওয়ার চেয়েও সে যে
অমূল্য ধন হয়নি সময় ধাওয়া।
স্বপ্ন দেখে ঘুমিয়ে থাকার চেয়ে অনেক ভালো
স্বপ্নহীনা অনুভূত একটি দিনের সুখ,
সারা জীবন কাছে পেয়েও কি লাভ হবে বল
বানে ভাঙা পাড়ের মত ভাঙে যদি বুক।
অনেক কথা বলার চেয়ে কথা হারা ঠোঁট যদি
ভালোবাসার জন্য হয় একটি কথা,
তাতেই যেন মুখ না খোলার একটি মানেই ভাসে
চোখের পাতায় শিক্ত চুমের কবিতা।
বাঁচতে যদি ইচ্ছে হয় অনেক শত হাজার বছর
সকল পাওয়া উজাড় করে,
বুঝে নিও সেথায় তোমার আসল প্রেমের মানে
আছে সকল হৃদয় জুড়ে।
১ সেপ্টেম্বর, ২০২০।