একটা মন স্পর্শ করে আছে বসন্ত ভূমিকে
সেখানে প্রকৃতির সাথে কিছু কাক ছিল,
ছিল কোকিল।
একটা আকাশ এখনও দেখি দু'চোখ গিলে
সেখানে বৃষ্টির সাথে মেঘের গন্ধ ছিল,
ছিল বিরহী চিল।
একটা সকাল এখনও হয় আগের মতই
সেখানে রাত্রির হেঁটে যাওয়া শব্দরা আজ
বড্ড বাজে কানে।
একটা জীবন চলতে ছলতে থেমে যাবেই
সেখানে যতই থাকুক পাওয়া না পাওয়া
হিসাবটা হৃদয় জানে।
২৩ এপ্রিল, ২০২০।