কেন আমাকে অনন্য ভাবতে ভাবতে সাধারন
মানুষের কাতারে ফেলে দিস, কেন আমাকে
অনেক কিছুর ঊর্ধ্যে রাখতে রাখতে বাসি
ফুলের ডালায় ছুঁড়ে মারিস? আমাকে এখন
পালিয়ে বেড়াতে হোচ্ছে নিজের কাছ থেকে
নিজেকে। কোন কিছু যে আমাকে কোনদিন
ওলোট পালোট করে দিতে পারে সেটা ভাবতেই
শিখছিলাম না। কিন্তু তুই আমাকে চোখে
আংগুল দিয়ে বুঝিয়ে দিলি আমি এখনও
ভালবাসা নিয়ে কতটুকু ভুলের রাজ্যে বসবাস
করি নিজের হংকারের মেলায়।
তাই এখন থেকে কারও জন্য আর কোন
প্রতিক্ষা নয়, বরং নিজেই নিজের কাছে থাকব
কাঙ্ক্ষিত প্রতিক্ষায়। আর আগামীর জানালায়
চোখ রেখে নতুন জীবনের ছক আঁকব এমন
ভাবে যে, কতটুকু নিকট আগামীতে তোকে
কামনার ঢেউয়ে ভাসাতে ভাসাতে পৌঁছুব সবুজ
অস্তিত্বের মোহনায়। তোর অস্বস্তি থেকে এ
সম্পর্ককে আশংকামুক্ত করতে আমার আমাকে
খুঁজে খুঁজে যাব প্রতিক্ষার অনেক গ্রীষ্ম, বর্ষা,
শরত, হেমন্ত আর শীত, বসন্ত সময়ে।
আমি সেই আবীর রাংগানো দিনের প্রতিক্ষায়
থাকলাম। যতদিন না আমার আমাকে নিজের
কাছেই প্রস্তুত করে নিতে পারছি, যতদিন না
আমার কাছে আমার প্রতিক্ষার অবসান হোচ্ছে,
যতদিন না তুই বলবি সকল ফুলের কলিরা
ফুল হোয়ে ভরেছে তোর অরক্ষিত বাগান,
ততদিনে আমি তোকে একটিবারের জন্যও
উষ্মতায় জড়াতে চাইব না। এ ছাড়া আমি
চাইও না ততদিন তুই আমাকে ভুল বুঝে
কাজলহীন চোখে বসবাস কর বিক্ষিপ্ত
সময়ের সাথে হোকনা সে সময় একলার।