তুই আমার জলাশয় রাত্রি
ভেজা ভেজা সকাল,
তুই আমার খড়িমাটি ভাবনা
ভাঁজ পড়া কপাল।
তুই আমার আযানের ভোর
টান টান ভাদর,
তুই আমার ছেঁড়া কাঁথা শীত
ঝরা পাতা আদর।
তুই আমার ইটখোলা শহর
হলুদ নিয়ন বাতি,
তুই আমার ভাংগা ভাংগা মেঘ
বৃষ্টির মাতামাতি।
তুই আমার জোড়া সাঁকো পথ
খাল ভরা রোদ্দুর,
তুই আমার খড়গাদা লেখালেখি
গ্রন্থাগার ভরপুর।