আমি তো ভুল করি সে আমার ভুলকে বুঝি না বলেই
তাহলে অজান্তে আমি কেন হব সে সব ভুলের অপরাধী,
যদি আঁতুড়েই শেখাতে আমায় ভুল বুঝার সকল সূত্রাবলী
আমি নির্দ্বীধায় হতাম তোমার আদালতে বিচারিক কয়েদী।
আমি মাথা পেতে নিতাম কাঠগোড়ায় দেয়া সকল শাস্তি
তবু কেবল একটি আরজি থাকত পেশ তোমার দরবারে,
তোমাকে ভালবেসে যদি ভুল করে থাকি আমি জীবনে
ভুল বুঝতে শেখার পরও সে ভুল যেন করি বারে বারে।
ভালবাসা, প্রেম আর ভাললাগা কাকে বলে জানি না
কেবল জানি আমার এ বুকের মধ্যে তুমিই কর বসবাস,
একেই যদি কেউ বলে প্রেম আর ভাল লাগা, ভালবাসা
জেনো এ আমার চরম পাওয়া, হোক তাতে যতই সর্বনাশ!
কষ্ট যে কিসে হয় আমি তা না জেনেই হয়ত দিই কষ্ট
তাহলে আমাকে কেন তুমি পোড়াবে তোমার রোষানলে,
যদি বুঝাতে কষ্ট কাকে বলে কেন কষ্টরা ঘুরে মরে পিছে
তাহলে কষ্টের বিপরীতে তোমায় রাখতাম সুখের অনুকূলে।
অথবা আমি কষ্ট গুলোকে নিজের মধ্যে রাখতাম পুষে
ভুল করেও কোন দিন করতাম না তার অনিচ্ছা প্রকাশ,
চোখে মুখে রাখতাম ধরে আনন্দ আর তৃপ্তির মধুরতা
তোমাকে রাখতাম সুখে যেখানে কষ্টহীন স্বর্গীয় আবাস।
আমাকে দাও সে প্রেম, ভুল আর কষ্টকে বুঝার শক্তি
যেন দুঃখ কষ্টের অকূল পাথারেও তোমাকে ভুলে না যাই,
আমাকে কয়েদী করে রাখো তোমার মনের কারাগারে
আমি চাইনা মুক্তি, শুধু আমার অন্ধ প্রেমটুকু ফিরে চাই।