ইঁদুর ছানা, ও দুষ্টু ইঁদুর ছানা
লুকাও কেন ঐ মুখ খানা
এত লজ্জা কেন তুমি পাও?
বিড়াল মামা আদর করে
তোমায় এবার দিল ছেড়ে
তুমি যেন দুষ্টুমিটা কমাও।
বই কেটেছ, ব্যাগ কেটেছ
মিনি পুতুলের জামা নিয়েছ
তবুও আমি ধৈর্য ধরে আছি,
বিড়াল মামা তোমায় পেয়ে
ভেবেছিল নেবে খেয়ে
ছেড়ে দিতে আমিই বলেছি।
পটিয়েছি তাকে আমি এই বলে
ভিজবে কেন এত বৃষ্টির জলে
ইঁদুর ছানা ধরবে মাথায় ছাতা,
হাত-পা টিপবে কোমর টিপবে
ডিউটি করবে যেই বাতি নিববে
আরও টিপবে হলে মাথা ব্যাথা।
শুনেই আয়েশী বিড়াল মামা
ধরে আছে অলসের ধামা
ভুলেই গেছে তোমায় বসে খাবে,
আমিও চাই না মরার আগে
মিনি পুতুলের জামার ভাগে
ভাগ বসিয়ে শীতে গরম নেবে।
ইঁদুর ছানা, ও দুষ্টু ইঁদুর ছানা
ভুলেছি জামা তা ভেবো না
মিনিপুতুল কাঁদছে সেটার জন্য,
বিড়াল মামা ঘুমিয়ে গেলে
দৌড়ে যাবে খাটের তলে
লাল জামাটাই খুঁজবে তন্নতন্ন।
এবার যদি দুষ্টুমিতে দাও ফাঁকি
বিড়াল মামাকে আনব ডাকি
তোমায় যেন দেয় কঠিন সাজা,
নষ্ট করছ জিনিষ কত কেটে
রাখবে বেঁধে লেজে গেরো এঁটে
বুঝবে তখন কেমন লাগে মজা।
১২ জুলাই, ২০২০।