বাতাসের বদ্ধ খাঁচায় খিলটা আঁটা
তবু বাতাস নিত্য হচ্ছে ভিতর বাহির,
এ কেমন যোগ বিয়োগ আর গুন ভাগ
কম না পড়া বাতাস কভু হয়না জাহির।
দেখা যায় না সে বাতাস শুধু অনুভবে
বুকের ছাতি হাপর হয়ে করে উঠা নামা,
কামার আমি তপ্ত বাতাস আমায় ছাড়ে
কঙ্গাল আচ্ছাদিত শিক্ত চামড়ার জামা।
সেই বদ্ধ খাঁচায় বসত করে সবুজ পাখি
সময় মত আঁটা খিলের কপাট দেয় খুলে,
বাতাসের গায়ে মেলে পাখা গন্তব্য ইল্লীন
কপাল গুনে হলে দেখা হবে নবীর স্কুলে।
পাপ পূণ্য বুঝি না আমি বক্ষে ধরি কাবা
যার ঊর্ধ্বমূখি বরাবরে যে চন্দ্র সূর্য হাঁটে,
সেই তোয়াফে শামিল করো মুক্ত বাতাসে
ক্ষমিও প্রভু চন্দ্র সূর্য যাওয়ার আগে পাটে।
১৯ জুলাই, ২০২১।