যদি বল আমার হৃদয় থেকে ফিরে যাওয়ার
পদচিহ্ন কেন দেখা যায় না। তা’হলে বলব-
এ হৃদয়ে যে একবার প্রবেশ করে সে আর
ফিরে যেতে পারে না অথবা বলতে পার সে
ফিরেও যায় না। আসলে এ হৃদয় থেকে ফিরে
যাওয়া যায় না, শুধু থাকে প্রাঞ্জল প্রবেশের
অপেক্ষা মাত্র।
কেননা এ হৃদয়ে যে আছে অনন্ত প্রেম আর
গভীর ভালবাসা, এ হৃদয়ে আছে অনন্ত
মিলনের চুম্বন। এ হৃদয় যে ছেয়ে আছে অনন্ত
নিখিলের স্বর্গ, আছে শান্তি আর শংকাহীন
বসবাস। আছে মহদাশ্রয় সুভাষিত আশ্রম,
যেখানে আসলে আর ফিরে যাওয়া যায় না।
তাই এ হৃদয় জানে না ফিরে যাওয়া কাকে বলে।