কেউ কি আছে বন্ধু আমার
বিরহের কাজল ধোয়া চোখ নেবে যদি করি দান,
ভেবো না যতই পোড়া হোক এ দুটি চোখ
তাতে ভালবাসার জন্যই ছিল অশ্রু বান।
প্রিয়াকে দেখার জন্য যে প্রতিক্ষা
যে দৃষ্টি, যে সাধ জাগিয়ে রাখতে হয় চোখে,
ভালবাসাতে তার এতটুকু কম হবে না
ক্লান্তিহীন যতই তাকিয়ে থাকুক প্রিয়ার দিকে।
কেউ কি নেবে যদি বলি ক্ষত হয়ে যাওয়া
অনুক্ষন রক্তক্ষরণে ভেজা এ দগ্ধ হৃদয়,
ভয় পেয়ো না চিরে দেখো আর নাইই দেখো
তাতে প্রিয়ার নামই থাকবে চির অক্ষয়।
কথা দিলাম তোমাকে কেউ কষ্ট দিলেও
এ হৃদয় তখনও থাকবে বিশ্বাসের ভালবাসায় পূর্ণ,
তোমার মাঝে তাই বেঁচে থেকে দেখাতে চাই
ছলনাময়ী প্রেম করতে পারেনি আমায় শূন্য।
কেউ কি আছে বন্ধু আমার
মৃত্যুকে অনেক ছাঁকুনির পরেও নেবে এ বয়স্ক বৃক্ক,
হতাশ হয়ো না মরনের আগে হোক একটু চেষ্টা
আমি অজান্তেও হব না আর কারও প্রতিপক্ষ।
পার যদি এ দেহটাই নিও ভাগাভাগি করে
মরেও যেন বেঁচে থাকি আমি তোমাদের মাঝে,
আঘাত দিয়ে যে চলে গেছে অনেক দূরে
প্রেমের জন্য কত উজাড় ছিলাম সেও যেন তা বুঝে।