ঘুঘু বেজায় রাগ করেছে
বগাবগির কান্ডে,
কাঠবিড়ালি যখন এসে
ঘুঘুর কাছে কান্দে।
কদম গাছে কাঠবিড়ালি
থাকে গাছের গর্তে,
বলেছে বগা বাস করতে
থাকতে হবে এক শর্তে।
নইলে সে লম্বা ঠোঁটে
গর্তে ঢুকে দেবে ঠোকর,
পারবে না পালাতে কোথাও
নেই কোন আর অন্য ফোঁকর।
শর্ত হল প্রতিদিন তাদের
দিতে হবে দুইটি পুঁটি মাছ,
কাঠবিড়ালি বল : হল লেঠা
থাকি আমি গাছ থেকে গাছ।
মাছ পাব কোথায় আমি
ফল যদি চাও দিতে পারি,
মৌসুমী ফল অনেক আছে
পেয়ারা আম জাম শুপারি।
তবুও বগার মন গলে না
বগির সাথে করে পরামর্শ,
বগিও বলে তাড়াও তাকে
শেষ না হতেই এই বর্ষ।
এই না শুনে কাঠবিড়ালি
ঘুঘুর কাছে করে নালিশ,
ঘুঘু বলে ঠিক আছে ভাই
আগামী হপ্তায় হবে শালিশ।
ঘুঘু একটু গম্ভীর স্বরে
ডেকে বলে: শোন বগাবগি,
আমি কি আর মিছামিছি
তোমাদের উপর রাগি।
বগাবগি বুঝতে পারে
করেছে তারা অন্যায়,
কোনই যুক্তি নাই তাদের
ঘুঘুকে এবার মানায়।
সপ্তাহ ফিরে না আসতেই
বগাবগি যুক্তি করে,
কদম গাছের মায়া ছেড়ে
অন্য কোথাও গেল উড়ে।
১৭ সেপ্টেম্বর, ২০২০।