অনেক জীবনের মাঝেও একটা অদেখা
জীবন থাকে। এ যেন একই মূদ্রার এ পিঠ ও পিঠ। যখন তার সন্ধান মেলে তখন মনে হয় ছকে আঁটা এই জীবনে কত কিছুই তো করলাম। সাংসারিক, সামাজিক, দাপ্তরিক কত কর্ম সাধন। তার মাঝেই কত স্বপ্ন, কত পরিকল্পনা, কত রুঢ় বাস্তবতা, কত রঙ্গ,সব যেন অন্তসার ভাবনাহীন এক ধাঁ ধাঁ।
সমুদ্র ভেজা চোখে সকাল বিকেল রাত্রি দেখলাম, প্রেম ভালোবাসা ঘৃণা দেখলাম,
বাতাস মাখতে মাখতে উদোম শরীরে আকাশ জড়ালাম, কাদামাখা হাট থেকে শপিং মলের পিচ্ছিল মেঝে মাড়ালাম। অথচ জীবনের মধ্যে আর এক জীবন ছিল আড়ালেই। যখন পেলাম তার সন্ধান দেখি বিগত সব কেমন খাঁ খাঁ।
এ জীবনে প্রেয়সীর আড়ালেও থাকে আর এক প্রেয়সী, প্রকৃতি চাঁদ সূর্যের আড়ালে থাকে আর এক চাঁদ সূর্যের প্রকৃতি। ছেঁড়া স্বপ্নের আড়ালে থাকে পয়মন্ত স্বপ্ন, সুখের আড়ালে থাকে বৃত্তিহীন নিগূঢ় কষ্ট। সে জীবনের সন্ধান নিই না বলেই তাকে পাওয়া হয়ে ওঠে না। অথচ ভুলেই যাই যে বাহ্যিক শীতলতার লোল ওষ্ঠেও থাকে ছোবল বিষের ঝাঁ ঝাঁ।
০৭ ফেব্রুয়ারী, ২০২১।