গত রাতের পাগলাটে ঝড় আর বৃষ্টি ছিল
খুব আদুরে। মর্মর ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টির
শৃঙ্গারিত শিহরন শব্দে মুখোরিত হোচ্ছিল একলা
রাতের আঁধার। তোকে খুব করে মনে পড়ছিল।
মনে পড়ছিল এ কারনেই যে লিচিংগার পাহাড়
বেষ্টিত লেক নিয়াসার পাড়ে পর্যটনের নির্জন
কুঠিরে তুইই প্রথম শিখিয়েছিলিস ঝড়োবৃষ্টির
স্বাদ উপভোগ করতে হয় কোন বুনো স্পর্শে
সমস্ত শরীর মেখে মেখে!
অথচ এখন এই আমি একা ভীষণ একা। তুই
যেদিন চলে গেলি তুই সেদিনও ছিল জানালার
কপাট ধাক্কানো এমনই ঝড়ো হাওয়ার একটানা
বৃষ্টি। তবে তার অস্থিরিতা রাতের প্রকৃতির
চেয়েও বুকের ভেতরেই ছিল বেশী উলঙ্গ এবং
অসীম উন্মত্ততার। আমি সে ঝড়ের মধ্যেই যে
এখন বাস করছি প্রতিদিন। আর বার বার
নিজের কাছে হেরে গিয়েও জিতে যাচ্ছি শেখানো
তোর ভালবাসার কৌশলে।
.........................................................
অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলাম এমন একটা সময়ের যেদিন "বাঙ্গলা কবিতা" এ পাতায় আমার লেখা কবিতার সংখ্যা হবে ৫৫০ টা। ৫৫০তম কবিতার ধরন কি হবে, কেমন হবে সে লেখা এ নিয়ে কোন প্রস্তুতিই ছিল না। আজ একতা লিখা হল সে কবিতাই ৫৫০তম হিসেবে সকলের জন্য পোষ্ট দিলাম। আশা করি সকলের ভাল লাগবে।