ঘর, মদের বার বন্ধ। পতিতালয়, পান্থশালার বন্ধু আড্ডা বন্ধ।
আমার পুরো পৃথিবীটাই আজ বন্ধ, সব কিছুই নিষিদ্ধ।
থমকে গেছে সুখের ভাবনা, জীবনের গতি।
আমার কষ্ট কান্না দেখে অলক্ষ্যে কাঁদে বনলতাসেন, কাঁদে পার্বতী।
বন্ধ ঘর, বন্ধ ট্যারেস। ঝোলা বারান্দা, খোলা জানালায় বন্ধ দিনের আলো।
আমার পৃথিবীটাই আজ বন্ধ, সব কিছুই এলোমেলো।
পর্দ্দা সরিয়ে দেখি প্রকৃতিও বড্ড ব্যাকুল।
আমার বিষন্ন কবিতা মন দেখে নিভৃতে উদ্বিগ্ন
রবীন্দ্রনাথ, কাজী নজরুল।
২৯ মার্চ, ২০২০।