এক টুকরো মেঘও আড়াল করতে পারে
প্রকান্ড সূর্যের খর তাপের ঝাঁঝাঁলো রৌদ্রকে
যখন সে মুখোমুখি দাঁড়ায় বিকীর্ণ সূর্যের।
একটা ছোট্ট শক্ত দানাও পায়ের নীচে পড়লে
মন্থর করতে পারে চলার গতি অনায়াসে
যদি সে চূর্ণ হয়ে না যায় বিন্দু বিন্দু ধূলোয়।
একটা ক্ষুদ্র দিয়েশলাইয়ের কাঠি তার ঠোঁটে
আগুনের যে স্ফলিংগ লুকিয়ে রাখে তা দিয়ে
অনায়াসে পুড়িয়ে ফেলতে পারে শত বনভূমি।
একটি ছোট্ট কথা “দুঃখিত” ভুলিয়ে দিতে পারে
জগদ্দল চিন্তার জিদে দিনের পর দিন জমতে
থাকা হাজারও দুঃখে দগ্ধ হৃদয়ের যন্ত্রনাকে।
যেমন হাজার মন দুধের মধ্যে এক বিন্দু গোবর
দিলে অনায়াসে তা বিনিষ্ট করতে পারে দুধের
অকৃত্তিম স্বাদকে।
যেমন ঘোড়ার খুরের নালের একটি ছোট্ট
তারকাঁটার জন্য হেরে যেতে হয় প্রায় জিতে যাওয়া
সম্মুখ সমর যুদ্ধে,
যেমন একটি রাতে সমুদ্রে ভাসমান বরফপাহাড়
হিম শৈলের ছোট্ট তথ্য অবহেলায় না জানার জন্য
কথিত অমর “টাইটানিক”এর হয় মৃত্যু!
তাইত যতই বলি তোমার আমার মাঝে এ প্রেম
অমর, এ সম্পর্ক আমৃত্যু অটুট এবং স্থায়ী।
যা অনেক বিপদের মুখেও ছোট্ট ছোট্ট বিশ্বাস আর
ভালবাসা দিয়ে অনেক যত্নে গড়া। যা এক টুকরো
মেঘের মত আজীবন আড়াল করে রাখে হাজারও
দুঃখ বেদনা আর না পাওয়ার কষ্টকে।
তেমনি ছোট্ট একটা ভুলের জন্য হারাতে পারে এর
অস্তিত্ব, হারাতে পারে এর সকল সঞ্চিত আরাধনা।
ভেংগে পড়তে পারে একটু খানি অবহেলা আর
অবিশ্বাসের সন্দেহ কণায় খান খান হয়ে। তাই এ
ভালবাসার সংসারে কার অবদান কতটুকু সে হিসেব
না কষে হিসেব হোক ধৈর্য্যের বাঁধ ছিল কতটুকু কার।
২৭ মে, ২০১৯।