আমাকে থমকিয়ে দিতে পারোনি বলে
গোটা পৃথিবীটাই তুমি দিলে থমকে,
বিদ্যুতের বাজে চমকানো যায়নি বলে
কাছে না এসেও দূর থেকে দিলে চমকে!
প্রকৃতির নগ্ন শরীরে ঠোঁট রেখে দগ্ধ হতে
এত বাতাস তবু নাক ঢেকেছ নেকাবে,
কাছে এলে যে উষ্ণতায় ভাসত এ হৃদয়
তাকে দূরে রেখে কতটুকু প্রেম শেখাবে।
এ ভাবে প্রেম তো হবেই দ্রোহের নগ্ন রুপ
ভালোবাসব বলে যদি না যায় কথা রাখা,
প্রতিক্ষার চেয়ে তখন মৃত্যুকেই লাগে বন্ধু
দেহলী পোক্ত আদর দূরুত্বে থাকে অদেখা।
আমাকে সাবধান করতে পারোনি বলে
গোটা মানব জাতিকে রাখলে সাবধানে,
যে প্রেম জানে সে যে জানে নিষ্ঠুরতাও
যুগে যুগে সে কথা জানিয়েছিলে বিধানে।
০১ জুন, ২০২০।