গভীর ভালোবাসার প্রকাশটা কখনই পায় না প্রকৃত রুপ
তাই উভয়ই উভয়ের কাছে থাকে প্রনয় বিহারে বেশ আনাড়ি,
একত্রে অনেক যুগ কাটিয়েও তবু আফসোসের হয় না মরণ
তাই ভেতরে ভেতরে সাগরসম প্রেম হয়ে উঠে দগ্ধ পাহাড়ি।
তবুও তার বন্য প্রকাশটা মাথা চাড়া না দিয়ে থাকে ভেতরে
এ কারনেই মানুষ সভ্য জীব, এ কারনেই প্রেম থাকে টিকে,
অথচ কষ্ট নিয়ে যারা চায় না বাঁচতে তারা চায় ছাড়াছাড়ি
একদিন একাকিত্বের কষ্ট মেনে যুগোল পরিচয় দেয় বিকে।
কোনটাকে বলব কতটুকু হল ভালো পশ্চাতমুখো সমাজে
যে সমাজ খারাপের জন্য এখনও দায় চাপায় নারীর কাঁধে,
খতিয়ে দেখে না কেউ কি দোষ ছিল ভদ্রমুখি পুরুষের যত্নে
কেন এ নারী এত কষ্ট হবে জেনেও ছাড়াছাড়ির ঘর বাঁধে।
সুন্দর স্বপ্ন দেখা এমন অনেক নারীরা আজ অসহায় হল
কেবল গভীর ভালোবাসার প্রকাশটায় ছিল না প্রনয় ক্রিড়া,
হায়রে সমাজ এতেই সে হল আজ বিবাহ ক্লিষ্ট রিক্ত নারী
অবিবাহিত পুরুষ তার জন্য যেন পুনঃ সম্পর্কে এক পিড়া ।
এ কেমন নিয়ম, এ কেমন আচার আচরণ এই সমাজে ?
ভাঙতে হবে এমন অনুশাসনে পশ্চাতমুখিতার বেড়াজাল,
তাতে সবাই সামিল হোক, এ সমাজ, মা-বাবা নারী-পুরুষ
অনাকাংখিত সংস্কার ভেঙে, আসুক সুন্দর আগামীকাল।
২১ সেপ্টেম্বর, ২০২০।