তোমার দু’চোখের পাতায় দেখি যে কুয়াসা মেঘ
তাতে জেগে থাকে মেঘনাদবোধ কাব্যের দেবত্ব,
চোখ মেললেই যে রোদ্দুর ঢোকে তাতে হুড়মুড়িয়ে
সে আলোয় আমার জন্য থাকে কি প্রেমের মহত্ব?
আমি জল পেতে ছুটে গেছি তাংগন নদীটির কাছে
যার বালু চরে চাঁদ হেঁটেছিল একদিন আমাদের সাথে,
মোহনায় ঊঁকি দিয়েছিল কিনা সেদিন আর্দ্র অমাবশ্যা
শুধু মনে আছে চখাচখির মত ছিলে এ উন্মুক্ত কাঁধে।
রাতেরও একটা অব্যাক্ত কষ্ট থাকে অন্ধকারের বুকে
সে কষ্টের সুর কি তোলে ঝিঁঝিঁ পোকা আহত কন্ঠে,
পেঁচা ডানার ঝাপটানো বাতাস মলয়া সংগীতে বসে
তোমার প্রার্থনায় উপেক্ষিত স্বর্গীয় প্রেম কি ভূলুন্ঠে?
এখন কুয়াসা চাই না সুদূর পথ চাওয়া অনাহারী চোখে
বরষা হোয়ে ঝরুক সাগর কান্না বেঢপ চাতাল বক্ষে,
যেখানে কত বেওয়ারিশ স্বপ্নরা চিতকাত হোয়ে থাকত
একদিন পথ এসে মিলবে বলে বহু লক্ষ্যে অলক্ষ্যে।
১০ আগষ্ট, ২০২০।