জীবন ছোট, এ ঘরদোর ছোট
স্বভাবতঃই ছোট তার বারান্দা,
অনেক আলোয় স্বপ্ন তবু বড়
যতই থাকুক অনুশাসনে বাঁধা।
একটা ছোট্ট ঘরের স্বপ্ন তাই
কার্ না থাকে জীবদ্দশায়?
অথচ জমিন থাকল পতিত
কেনা ছিল অনেক টাকাপয়সায়।
সবাই কি আর আবাস গড়ে
নাকি থাকে আপন কোন নিবাস,
কারও কারও স্বপ্ন থাকে স্বপ্নই
ভাবের সাথেই করে চির বসবাস।
তাই ভাবনা এখন কি হবে আর
রেখে দিয়ে এই পতিত জমিন,
তার চেয়ে ভাবের মধ্যেই থাকুক
কেনা-বেচা জমির বিজ্ঞ আমিন।
সেই ভাবেতে কিসের এত মোহ
কার সংগে সে প্রেমে থাকে বুঁদ,
কত জনাই বলে কটু কথা
তবু চোখে পড়ে না কোন খুঁত।
কারও কাছে ছোট ঘর বেশ ছোট
যা কেবল লম্বায় সাড়ে তিন হাত,
তারই অপেক্ষায় কাট্ছে রাত্রিদিন
ভাবেনা তার গেল কিনা যাকপাত?
আমিও তাই সীমা পরিসীমায়
কষছি বসে ছোট্ট ঘরের নামতা,
ভাল হত সেই ঘরে থাকত যদি
আপনার চেয়ে আপন কোন আত্মা।